ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দর্শনার্থীদের ভীড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০, ২৪ এপ্রিল ২০২৩

দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মুখর হয়ে ওঠেছে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। 

রোববার ঈদের দ্বিতীয় দিন ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ২৫টি রাইডে চড়ে উচ্ছ্বসিত সব বয়সী দর্শনার্থীরা। 

এক দর্শনার্থী জানান, ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। সুন্দর একটা জায়গা, যারাই আসবে তাদের সবারই ভাললাগবে। 

দর্শনার্থীরা ৩৫০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করেন। এছাড়াও রাইডপ্রতি গুণতে হচ্ছে ৬০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা। 

নারায়ণগঞ্জ থেকে আগত এক দম্পতি জানান, অনেক আনন্দ উপভোগ করছি, অনেক ভাললাগছে। পরিবেশটা খুবই ভালো।

ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা বলেন, ঈদ উপক্ষে দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে সার্বিক প্রস্তুতি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ-আনসারসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছেন। 

সেই সঙ্গে দর্শনার্থীদের কথা বিবেচনায় সব ধরণের রাইড নিরাপত্তাসহ ডিজাইন এবং প্রস্তুত করা হয়েছিল।

ঘুরতে আসা একজন জানান, “আমরা ঢাকা টিকাটুলি থেকে পরিবার নিয়ে এখানে এসেছি ঈদে আনন্দে ঘুরাফেরার জন্য। এর আগেও এসেছি, প্রতিবছরই এখানে আসা হয়।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি